শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬


ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করে রাশিয়ার সেনাবাহিনী পাকিস্তানে


আন্তর্জাতিক ডেস্ক – রাশিয়া ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করে  রাশিয়ার সেনাবাহিনীর একটি দল পাকিস্তানে পৌঁছেছে। উদ্দেশ্য পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশগ্রহণ। দুই সপ্তাহব্যাপী ওই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘বন্ধুত্ব ২০১৬’।
pak-russia
পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে আজ শুক্রবার দেশটির সংবাদপত্র ডেইলি পাকিস্তান জানিয়েছে, আগামীকাল শনিবার থেকে এ মহড়া শুরু হবে, চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। ইতিহাসে এ প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তান ও রাশিয়া।
কোথায় এ মহড়া অনুষ্ঠিত হবে, তা প্রকাশ করা হয়নি। তবে পাকিস্তান সেনাসূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলেই নেওয়া হয়েছে মহড়ার প্রস্তুতি। উভয় দেশের প্রায় ২০০ সেনাসদস্য ওই মহড়ায় অংশ নেবেন।
ডেইলি পাকিস্তানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান-রাশিয়ার এ মহড়া বাতিল করার জন্য রাশিয়ার প্রতি অনুরোধ জানায় ভারত। তবে রাশিয়া ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করে।
চলতি বছর জানুয়ারি মাসে রাশিয়ার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ওলেগ সালিয়োকভ জানিয়েছিলেন, রাশিয়ার সেনাবাহিনী চার দেশের সঙ্গে সাতটি যৌথ মহড়ায় অংশ নেবে। এর মধ্যে পাকিস্তান, ভিয়েতনাম, মঙ্গোলিয়া ও ভারতের নাম আছে।
ভারতকে এবার রাশিয়ার "প্রত্যাখ্যান", রুশ সেনাবাহিনী পাকিস্তানের পক্ষে !
ভারতের সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মস্কো ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর মধ্যেই এ মহড়ার আয়োজন কর হলো। আর এমনই সময় যখন ইসলামাবাদ মস্কোর কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার কথা ভাবছে।
মস্কো ও ইসলামাবাদের এই নতুন সম্পর্ক স্নায়ুযুদ্ধ-পরবর্তী বিশ্বরাজনীতিকে বদলে ফেলছে। বিশ্বরাজনীতিতে রাশিয়ার অন্যতম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ওসামা বিন লাদেনের উপস্থিতি ও পরে পাকিস্তানে প্রবেশ করে তাকে হত্যা করা, এ রকম বিষয়ে পাক-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অবনতির দিকে।
দি ইন্ডিয়ান এক্সেপ্রেসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মাস ধরে পাকিস্তানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা রাশিয়ায় যাওয়া-আসা করছেন। ওই সময়ের মধ্যেই ইসলামাবাদ মস্কোর কাছ থেকে চারটি এমআই-৩৫ হেলিকপ্টার কিনে নেয়, যা যুদ্ধের সময় ব্যবহৃত হয়।


আফগানিস্তানকে ২৩৩ রানে গুটিয়ে দিল বিসিবি একাদশ


আফগানিস্তানকে ২৩৩ রানে গুটিয়ে দিল বিসিবি একাদsh

৩৫ টি অবাক
করা মজার তথ্য।
চমকে দিবে আপনাকে! দু'মিনিট সময়
খরচ
করলে লাভ
ব্যাতিত ক্ষতি হবে না মনে হয়..
ভালো লাগলে শেয়ার করে
আপনার
ফেইসবুক
টাইমলাইনে সেইভ রাখুন ...।
1) অক্টোপাসের দেহে তিনটি
হৃদপিণ্ড
আছে।
তাহলে তো তার অনেক হৃদয়বান
হওয়ার
কথা তাইনা?
2) আপেল খেতে যতই স্বাদ লাগুক,
জেনে নিও আপেলের ৮৪
ভাগই পানি।
3) এ মাত্র যিনি কলা খেলেন তার
প্রতি মশার
আকর্ষণ
বেশী ।
4) এক কাপ কফিতে ১০০-এরও
বেশি রাসায়নিক পদার্থ আছে।
5) একঘণ্টা চুইংগাম
চাবালে শরীরে ৩০ক্যালরি তাপ
ক্ষয়।
6)
গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো
যায়
কিন্তু
নিচে নামানো যায় না ।
7) চিংড়ি শুধু পিছনের দিকে
সাঁতার
দিতে পারে।
8) চোখ খোলা রেখে ব্যাঙ কোন
কিছু
গিলতে পারে না।
9) জলের হাতি বা জলহস্তি পানির
নিচে ৩০
মিনিট দমবন্ধ
করে থাকতে পারে।
10) যখন চাঁদ সরাসরি মাথার উপর,তখন
আপনার ওজন
সবচেয়ে কম।
11) ডলফিন একচোখ খোলা রেখে
ঘুমায়।
12) তোমার মতোই শিম্পাঞ্জিরাও
হ্যান্ডশেক করে ভাব
বিনিময় করে!
13) তুমি কি জানো, একপাউন্ড বিশুদ্ধ
তুলা থেকে ৩৩ হাজার মাইল
লম্বা সুতা তৈরি সম্ভব!
14) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের
চেয়ে বেশী।
15) পেঙ্গুইন একমাত্র পাখি যে
সাঁতার
কাটতে পারে কিন্তু উড়তে
পারেনা।
16) পৃথিবীতে যে পরিমান
সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ
পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান
উচ্চতা হবে।
17) পৃথিবীতে যত লিপস্টিক আছে,
তার
বেশিররভাগই তৈরি হয় মাছের আঁশ
দিয়ে।
18) প্রজাপতির চোখের সংখ্যা ১২
হাজার!
19) ফড়িংয়ের কান
মলে দিতে চাইলে কিন্তু
একটু
সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান
হাঁটুতে!
20) মাছেরও কাশি হয়।
21) মৌমাছির চোখ পাঁচটি।
22) মশার দাঁত ৪৭টি ।
23) শামুক পা দিয়ে নি:শ্বাস নেয় ।
শামুকের
নাক চারটি ।
24) শরীরের পেছন দিক দিয়েও
নিঃশ্বাস
নিতে পারে কচ্ছপ।
25) হাতি একমাত্র স্তন্যপায়ী,
যারা লাফ
দিতে পারে না।
26) বয়স বাড়ার সাথে সাথে
চোখের রঙ
হালকা হয়ে যায়।
27) গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২
লাখ বার পলক
ফেলে।
28)মানবদেহে সবচেয়ে দীর্ঘ
জীবন্ত
কোষ
হলো মস্তিস্কের কোষ।
29)হাতের নখ,পায়ের নখের
চেয়ে চারগুন দ্রুত
বাড়ে।
30)মানবদেহের মোট হাড়ের ১/৪
অংশ
পায়ে অবস্থিত!
31) প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬ জন
সতেরোতে পা দেয়।
32)আপনি চোখ খুলে কখনোই
হাঁচি দিতে পারবেন না।
বিশ্বাস
না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে
পারেন।
33) ডলফিন একচোখ খোলা রেখে
ঘুমায়।
একটু
চেষ্টা করে দেখি আমরা পারি
কিনা
!!!:পি
34)গ্যালিলিও দূরবীন আবিষ্কার
করার
আগে মানুষ
খালি চোখে আকাশে মাত্র
পাঁচটি গ্রহ দেখতে পেতো!
35)আমরা তো গাছ থেকে সহজেই
খাবার
পাই। কিন্তু
আমরা জানি কি একপাউন্ড খাবার
তৈরি করতে গাছের প্রায়
১০০ পাউন্ড বৃষ্টির পানি খরচ করতে
হয়।
~~~~~~~~RS~~~~~~~~~

নোট ৭, 'চলতি বছরেই' ইউরোপে নতুন যাত্রায়


নোট ৭, 'চলতি বছরেই' ইউরোপে নতুন যাত্রায়




বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬


খুলনায় গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার

খুলনা মহানগরীর রূপসা সেতু এলাকায় বৃহস্পতিবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই কনস্টেবল ও দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও তিনরাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে আটক করেছে। 
আটককৃত ছিনতাইকারীরা হলেন: মহানগরীর সোনার বাংলা এলাকার বিল্লাল হোসেন (২৬) ও মোল্লা বাড়ির মোড় এলাকার লাভলু মিয়া (২৭)। গুলি বিনিময়ের সময় আহত পুলিশ কনস্টেবল মিকাইল হোসেন (ক.ন. ৬১৯০) ও শিশির বিশ্বাসকে (ক.ন. ৬৮৫৫) জেলা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার এএম কামরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গুলিবিদ্ধ দুই যুবক পেশাদার ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত। ছিনতাইকারী ওই চক্রের সদস্যরা শহরে নিয়মিত ছিনতাই করছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রূপসা সেতু এলাকায় ছিনতাইকারী একটি দলকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ডগুলি করে। এসময় পুলিশ ৬ রাউন্ড শর্টগানের গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। 

বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ
- See more at: http://www.bd-pratidin.com/city-news/2016/09/22/171712#sthash.yIs1yvpo.dpuf
সিলেটে সড়ক পরিহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পুলিশ প্রশাসনের সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
গতকাল বুধবার সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনার পর বাসে আগুন দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক শ্রমিকদের এই সংগঠনটি।
শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, ধর্মঘট নিয়ে সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈঠক হয়। বৈঠককালে পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে তাদের দাবিগুলো উত্থাপন করা হয়। পুলিশ কমিশনার তাদের দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। 
দাবিগুলো হলো: বাসে অগ্নিসংযোগকারীদের শাস্তি, ক্ষতিপূরণ প্রদান ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে, সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সারাদিন দুর্ভোগ পোহাতে হয়। অনেকেই ধর্মঘটের খবর না পেয়ে টার্মিনাল ও বাস কাউন্টারে এসে বিপাকে পড়েন। 
বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় বাসচাপায় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুছ আলী  ও দশহাল গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহীদ মারা jai ...
আশুলিয়ার মধুপুর বড়টেক এলাকায় অভিযান চালিয়ে চার হাজার বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১০ কিলোমিটার গ্যাস পাইপ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ও সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ টু ভারত

আমাদের দেশের মন্ত্রিগণ কথায় কথায় ভারতের সাথে আমাদের দেশ কে কেনো তুলনা করেন । তাদের দেশ কোথায় আর আমাদের দেশ কোথায় ? আমাদের দেশের রাজস্ব কো...