বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭

চৌগাছায় আবারো পিকনিকের বাস দূর্ঘটনা

চৌগাছায় আবারো পিকনিকের বাস দূর্ঘটনা। নিহতের সংখ্যা আনুমানিক ২৫-৩০ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। পুরো চৌগাছায় শোকের মাতম।
মাত্র ৩ বছরের মাথায় আবারো চৌগাছায় পিকনিকের




বাস দূর্ঘটনা ঘটলো। জানা যায়, রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আজ পিকনিকে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে চৌগাছা মহিলা কলেজের কাছে দানবাক্স নামক স্থানে এলে বাসটি দুর্ঘটনায়য় পতিত হয়। ঘটনাস্থলেই বাসের চালক, একজন শিক্ষকসহ অধিকাংশ শিশুই মারা যায়। বাকীরা গুরুতর জখম হয়ে চৌগাছা এবং যশোর সদর হাসপাতালে চিকিৎসারর জন্য স্থানীয়রা নিয়ে আসে। এলাকাবাসীর ভাস্য মতে, বাসের অধিকাংশ শিশুই মারা যাবার সম্ভাবনা রয়েছে। ঘটনা শান্ত হওয়ার আগ পর্যন্ত নিহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
সকলের দোয়া এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করারর জন্য অনুরোধ জানাচ্ছি।

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

Crime in Bangladesh..: জেমস ভাই এর সেরা গান

Crime in Bangladesh..: জেমস ভাই এর সেরা গান: আমি আর আমার দুচোখ কখনো জলে ভেজাবো না এ ব্যাথা আমারই থাক চাইনা কারো সান্ত্বনা পৃথিবী ভালোবাসে না ভালোবাসতেও সে জানে না পৃথিবী ভালোবাসে না ভা...

বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭

জেমস ভাই এর সেরা গান

আমি আর আমার দুচোখ
কখনো জলে ভেজাবো না
এ ব্যাথা আমারই থাক
চাইনা কারো সান্ত্বনা
পৃথিবী ভালোবাসে না
ভালোবাসতেও সে জানে না
পৃথিবী ভালোবাসে না
ভালোবাসতেও সে জানে না
কান্নায় লাভ নেই
কান্নায় হবে না
কোনদিন পদ্মা মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবেনা তো এক নদী যমুনা,
কান্নায় লাভ নেই
কান্নায় হবে না
কোনদিন পদ্মা মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবেনা তো এক নদী যমুনা..!!

মুখ দেখে মানুষ চেনার ৭টি উপায়

কথায় আছে মুখই মনের দর্পন। মুখ দেখেই অনেকে বলে দেন আপনি দুঃখিত, চিন্তিত নাকি আনন্দিত। বিশেষজ্ঞদের মতে মানুষের মুখের কিছু বৈশিষ্ট্য দেখে বোঝা যায় তার চরিত্র। আর সেই বৈশিষ্ট্যের উপরে নির্ভর করেই কর্মক্ষেত্রে ইন্টারভিউ নেন এইচ আর। মনোবিদদের মতে আপনার মুখে কিছু পরিবর্তন দেখে বুঝে নেওয়া যায় মস্তিষ্কে কি চলছে। নিউরোলজিস্টদের এই সূত্র ধরেই মুখের ভাবভঙ্গির পরিবর্তন লক্ষ্য করা হয় বিভিন্ন কর্মক্ষেত্রে। স্টিভেনের গবেষকদের মতে এরকমই কিছু অজানা তথ্য রইল আপনার জন্য।
১. আত্মবিশ্বাস
স্টিভেনের বিশেষজ্ঞদের মতে যাঁদের মুখ লম্বার তুলনায় ৬০ শতাংশের কম চওড়া তারা পরিস্থিতি বিশেষে সচেতন হন। আবার যাঁদের মুখ লম্বার তুলনায় অন্তত ৭০ শতাংশ চওড়া তাঁদের মধ্যে জন্মগতভাবেই আত্মবিশ্বাস থাকে।girl
২. বন্ধুতা
চোখের উপর থেকে ভ্রুয়ের অবস্থানের মধ্যে তফাত দেখে বোঝা যায় সে কতটা আত্মকেন্দ্রিক। স্টিভেনের মতে যে ব্যক্তির ভ্রু চোখ থেকে যত উপরে তার আত্মকেন্দ্রিকতা তত বেশি। অর্থাৎ সে নিজেকে তত বেশি ব্যক্তিগত রাখতে পছন্দ করে।
৩. সহ্য ক্ষমতা
দুটি ভ্রুয়ের মধ্যে তফাত দেখে বোঝা যায় তার সহ্য ক্ষমতা কেমন। স্টিভেনের বিশেষজ্ঞদের মতে দুটি ভ্রুয়ের মধ্যে যত বেশি তফাত থাকে তার সহ্য ক্ষমতা তত বেশি।
৪. হাস্যরস
উপরের ঠোঁট এবং নাকের দূরত্ব দেখে আন্দাজ করা যায় কার হাস্যরস কেমন। এই দূরত্ব যার যত বেশি তার মধ্যে হাস্যরসও বেশি। এই দূরত্ব কম হলে তার রসিকতা ব্যক্তিগতভাবে নেওয়ার সম্ভবনা থাকে।
৫. মহত্ব
স্টিভেনের বিশেষজ্ঞরা বলেন উপরের ঠোঁট যত বেশি মোটা হয় তার কথায় ও আচরণে ততই ভদ্রতা এবং মহত্ব থাকে।
৬. বাস্তবতা
স্টিভেনদের মতে যাঁদের চোখের পাতা যত মোটা, স্পষ্ট এবং কোঁকড়ানো তাদের মধ্যে বিশ্লেষণাত্মক মনোভাব তত বেশি। যাদের চোখের পাতায় কোনও ভাঁজ নেই তারা তত বেশি সিদ্ধান্তগ্রহনকারী।

৭. আকর্ষক
চোখের মণির রঙে যার গভীরতা বেশি তার আকর্ষণ ক্ষমতাও তত বেশি।

বাংলাদেশ টু ভারত

আমাদের দেশের মন্ত্রিগণ কথায় কথায় ভারতের সাথে আমাদের দেশ কে কেনো তুলনা করেন । তাদের দেশ কোথায় আর আমাদের দেশ কোথায় ? আমাদের দেশের রাজস্ব কো...