বুধবার, ১ আগস্ট, ২০১৮

বাংলাদেশ টু ভারত

আমাদের দেশের মন্ত্রিগণ কথায় কথায় ভারতের সাথে আমাদের দেশ কে কেনো তুলনা করেন । তাদের দেশ কোথায় আর আমাদের দেশ কোথায় ? আমাদের দেশের রাজস্ব কোথায় আর তাদের দেশের রাজস্ব কোথায়?আমাদের দেশের জনগন কোথার আর তাদের দেশের জনগণ কোথায় ? তাদের দেশে প্রতি দিন রোজ এক্সিডেন্টে ১৬ জন মারা যাই ,(যেটি আমাদের মন্ত্রি সাহেব বললেন কিন্তু তিনি হয়তো এটি জানেন না যে তাদের দেশে জনসংখা ‎১,২১০,১৯৩,৪২২ জন ,,যেখারে আমাদের দেশের জনসংখা ১৪৪,০৪৩,৬৯৭ )তাদের দেশের রোড় সমস্যার সাথে আমাদের দেশের রোড় সমস্যার কিভাবে মিল থাকতে পরে এটি আমার বুঝে আসে না ।

নিচের ছবি গুলো নেট থেকে সংরক্ষিত । যার আসল মালিক আমি না ।













শনিবার, ৩০ জুন, ২০১৮

আজকের বাংলাদেশ

বাংলাদেশ আমাদের মাতৃভূমি।আমাদের ভাষা বাংলা আরা বাংলাই কথা বলি এই বাংলা ভাষার জন্য আমাদের বাবা দাদা চাচা যুদ্ধ করেছে আমারা পেয়েছি স্বাধিনতা । কিন্ত আসলেই কি তাই । আমারা পাকিস্থানির গোলামি বাদ দিয়ে আজ আমেরিকার গোলামি করছি। আমাদের দেশে আজ যে কোন দেশ নিজের মত ব্যবহার করছে । আমদের মিডিয়া আমাদের সমাজ আমাদের জীবন সব কিছুই তারাই নিয়ত্রন করছে । আমাদের দেশের  মিডিয়াতে আজ নিজের দেশের থেকে প্রগ্রামের থেকে বাইরের দেশের প্রগ্রাম দেখানো ও প্রমোট করা বেশি হয় । সব থেকে খারাপ অবস্থায় আছে আমাদের দেশের  এফ এম রেড়িও গুলা ,তারা তাদের লাভের কথা মাথায় রেখে প্রাই সব সময় বাইরেরে দেশের গান চালান । আর আরজে রা বাংলা ভাষা কম ইংরেজি ভাষা বেশি বলে যা একটি দেশের জন্য খুবি লজ্জা জনক। আজ আমরা বাংলা ভাষাতে কথা বলতে লজ্জা পাই । আর ইংরেজি না জানলেও লজ্জা পাই । হাই রে বাঙ্গালি। আজ দেশের জন্য যারা জীবন দিয়েছিলো তারাও খুব শান্তিতে আছে । আমাদের বিবেক বলেও কোন কিছু নাই । যাদের জন্য সারা বিশ্ব মাতৃভাষা দিবস পালন করে আজ তারাই তাদের মাতৃভাষার কোন সম্মান করতে জানে না ।



(photo: net)

বুধবার, ৩০ মে, ২০১৮

দ্রুত গামী যুদ্ধ বিমান তৈরি

চীন দেশের মাটিতেই গোপনে তারা তৈরি করছে নিজ দেশের জন্য যুদ্ধ বিমান । তবে এটা করা হচ্ছে সম্পূন বিশ্ব কে না জানিয়ে । স্যাটেলাইটের একটি ফুটেজে যুদ্ধ বিমারের দৃশ্য ধরা পড়ে । যা ওয়াই-২ ও আইএল-৭৬ এর মত যুদ্ধ বিমানের সাথে তুলনা করা হচ্ছে । এখন এই যুদ্ধ বিমান সেই দেশ সহ পৃথিবীর জন্য কি বয়ে নিয়ে আসবে এটাই দেখার বিষয় ।

বাংলাদেশ টু ভারত

আমাদের দেশের মন্ত্রিগণ কথায় কথায় ভারতের সাথে আমাদের দেশ কে কেনো তুলনা করেন । তাদের দেশ কোথায় আর আমাদের দেশ কোথায় ? আমাদের দেশের রাজস্ব কো...