বাংলাদেশ আমাদের মাতৃভূমি।আমাদের ভাষা বাংলা আরা বাংলাই কথা বলি এই বাংলা ভাষার জন্য আমাদের বাবা দাদা চাচা যুদ্ধ করেছে আমারা পেয়েছি স্বাধিনতা । কিন্ত আসলেই কি তাই । আমারা পাকিস্থানির গোলামি বাদ দিয়ে আজ আমেরিকার গোলামি করছি। আমাদের দেশে আজ যে কোন দেশ নিজের মত ব্যবহার করছে । আমদের মিডিয়া আমাদের সমাজ আমাদের জীবন সব কিছুই তারাই নিয়ত্রন করছে । আমাদের দেশের মিডিয়াতে আজ নিজের দেশের থেকে প্রগ্রামের থেকে বাইরের দেশের প্রগ্রাম দেখানো ও প্রমোট করা বেশি হয় । সব থেকে খারাপ অবস্থায় আছে আমাদের দেশের এফ এম রেড়িও গুলা ,তারা তাদের লাভের কথা মাথায় রেখে প্রাই সব সময় বাইরেরে দেশের গান চালান । আর আরজে রা বাংলা ভাষা কম ইংরেজি ভাষা বেশি বলে যা একটি দেশের জন্য খুবি লজ্জা জনক। আজ আমরা বাংলা ভাষাতে কথা বলতে লজ্জা পাই । আর ইংরেজি না জানলেও লজ্জা পাই । হাই রে বাঙ্গালি। আজ দেশের জন্য যারা জীবন দিয়েছিলো তারাও খুব শান্তিতে আছে । আমাদের বিবেক বলেও কোন কিছু নাই । যাদের জন্য সারা বিশ্ব মাতৃভাষা দিবস পালন করে আজ তারাই তাদের মাতৃভাষার কোন সম্মান করতে জানে না ।
(photo: net)




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন