মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

ইমশোন

একটা মেয়ের হাসি অবশ্যই
একটা ছেলের হাসির চেয়ে সুন্দর...
কিন্তু একটা ছেলের কান্না,
একটা মেয়ের কান্নার চেয়ে অনেক
বেদনাদায়ক ।
কারন একটা ছেলে খুব
সহজে কাঁদে না।

সেরা এটি কবিতা মেয়ে দের জন্য ।

এই যে ম্যাডাম, ওড়না কোথায়??
, , , , , , , বুকটা কেনো খালি??
ইভটিজিং এর শিস মারিলে
, , , , , , , তখন তো দেন গালি।
.
চুপ বেয়াদব, বলিস কি সব??
, , , , , , , ঘরে মা বোন নেই??
ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছিস,
, , , , , , , , দেখলি মেয়ে যেই।
.
মেয়ে জাতি, মায়ের জাতি
, , , , , , , মান্য করতে শিখ
নইলে পরে গায়ের উপর,
, , , , , , পড়বে লাথির হিড়িক।
.
মায়ের জাতি তাই বলে কি,
, , , , , , , এই না চলা ফেরা???
স্কীন টাইট জামা-কাপড়
, , , , , , , নানান জায়গায় ছেড়া।
.
ওড়না পরব গলায় নাকি
, , , , , , , বাঁধব গলায় ফিতা
তোদের থেকে ঢের বুঝি ভালো
, , , , , , , এটা নারীর স্বাধীনতা।
.
বেশ তো বোঝেন স্বাধীনতা আর
, , , , , , , , শালীনতা ছাড়া
চামড়া দেখানো কাপড় গায়ে,
, , , , , , , দিয়ে যান আপনারা।
.
নেই হিজাব, নেই পর্দা,
, , , , , , , অশ্লীলতার জুড়ি
রাস্তায় নেমে ছেলেদের মনে
, , , , , , , দিয়ে জান সুড়সুড়ি।
.
এসব দেখে অবাধ ছেলেরা,
, , , , , , , যেই লেগে যায় পিছে
তখন কেন ক্ষ্যাপেন মেডাম??
, , , , , , শুধুই মিছে মিছে।

যাকে কখনোই বিশ্বাস করতে নেই!!!!!!

চরিত্রহীন-কে বিশ্বাস করেছেন,,
তো মরেছেন।।
অনেকে বলেন সঙ্গ দিয়ে,,এদের বদলে
দিন।।
# অার_অামি_বলিঃ -
সব বদলা-নো যায় না....
উদাহরনঃ-
** তেঁতুলের কোটায় বন্দি
করেও,,অাপনি পিঁপড়া-কে তেঁতুল
খাওয়াতে পারবেন না।।
** শত চেষ্টায় চঁড়ুই পাখিকে পোষ
মানানো যায় না।।
***শত খাইয়ে-ও লাভ নেই,, কুকুরেরর
জিহ্বা বেরিয়ে অাসবেই।।
# এদের বদলাতে গেলে নিজেই বদলে
যাবেন।।
কেননা অসৎ সঙ্গে সর্বনাশ।।

বন্ধু মানে কি?????????

বন্ধু এমন একটি বস্তুর নাম যা টাকা দিয়ে কেনা জাই না যা নিজে থেকে অজন করে নিতে হয় ৷ যার সাথে ব্যবহারের কোন মারজোনা নাই ৷ যে শাসন করতে পারে যত্ন করতে পারে, আপনার সব বিষয় সে বুঝে আপনার চাওয়া পাওয়া ৷ যে সব সময় আপনার কল্যান কামনা করে ৷ পৃথিবীর সকল সাফল মানুষের পেছনে এক জন নিশ্বাথ বন্ধুর হাত আছে ৷ জীবনে চলার পথে অনেক মানুষি আমাদেক বন্ধু হয় কিন্তু প্রকৃত্য বন্ধু সেই যে চোখের আড়াল হলেও একি ভাবে খোজ খবর নেয় যেমন টি সামনে থাকলে নিতো ৷ এক জন ভালো বন্ধুই আপনার জীবন টি সুন্দর ও সাফল্যতা এনে দিতে পারে ৷ বন্ধু এমন একটি বস্তু যে ভুল করলে তাকে থাপ্পড় মারা যাই আবার দুই মিনিট পরে সেই গালি টেনে দিয়ে তাকে হাসানো জাই ৷ আর বলা যাই তুই শালা আর মানুষ হবি না ৷ মন খারাপে যাকে হাসানোর জন্য থাকে অনেক চেষ্টা ৷ যাকে বলা যাই অনেক শান্তনা বাণী _একটা গেছে তো কি হয়েছে আরো কত আসবে , অসলে ও তোর যগ্যই ছিলো না ৷ কয়টা লাগবে আমাকে বল???!!!!যাকে বলা যাই: তুই ওই মেয়ে কে পছন্দ করিশ তাই তো এটা আবার এমন কি কথা চল শালা এখনি বলবি, না হলে তোর খবর আছে ৷ যে সম্পকে tnx/sorry বললে মাইর খেতে হয় ৷
[বি:দ্র: কিছু দিন পর বিদায় অনুষ্ঠান কি বলে বিদায় নেবো বুঝতে পারছি না তবে তোদের অনেক অনেক অনেক বেশি মিস করবো ৷ তোরাই আমার চেনালি এই অচিন শহর ৷ তোদের সাথেই প্রথম হাটা এই শহরের বুকে]
::::লেখার অভ্যাস নেই ,ভুল গেলে মাফ করে দিয়েন ৷
শালা তোদের বলিনি ৷ অতো ভাব নিশ না ৷

বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

মানুষের ভিতরের মানুষ টা !!

যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে, রাতের
আধারে
সেই পুরুষ তাকে জড়িয়ে নেয়!! প্রেমে
ছ্যাঁকা
খেয়ে যে ছেলে কষ্ট
ভুলতে গাঁজা খায়, সে ছেলে দুদিন পর
আবার
প্রেমে পড়ে!!
ফেইসবুকে ভদ্র সাজলো যে মেয়ে,
দুদিন পর
তার ভিডিও ফাঁস হয়৷
আমরাই গালি দি শালা হারামজাদা
বাস থামালি কেন! সেই
আমরাই আবার অন্য কাউকে বাপ বাপ
ডাকি!!
মাছ বিক্রিতার শরীর থেকে মাছের
গন্ধে নাক
ছিঁটকাই, সেই লোক একটা পরিবারের
অন্য
যোগায়!! মুচি, মেথর না থাকলে কি
হতো ভেবে
দেখেছেন!! ছোট বেলায় কারেন্ট
ছিলো না
বলে
মোমবাতি দিয়ে কত রাত পার করলাম,
সেই আমরা বড়
বেলায় বাতি অফ করে মোমবাতি
দিয়ে
ক্যান্ডেলাইট ডিনার করি!!
পৃথিবীর এক প্রান্তে কেউ ধর্ষিত হয়
বেশ্যালয়ে.....
অন্য প্রান্তে কেউ ধর্ষিত হয় প্রেম করে
....
এক পশলা বৃষ্টির আশায় বসে থাকি
ভিজবো বলে.... আবার কেউ আকাশে
মুখ তুলে
থাকে
বৃষ্টি হলে আজ রোজগার বন্ধ!!
নারী ছলনাময়ী, নারী বেঈমান, পুরুষ
কাপুরুষ, পুরুষ
বিশ্বাসঘাতক
অথচ দিনশেষে তাদের নিয়েই এক
একটা
সংসার !!....!!
আসুন জীবনের আসল মানেটা খোজার
চিষ্টা করি।

বাংলাদেশ টু ভারত

আমাদের দেশের মন্ত্রিগণ কথায় কথায় ভারতের সাথে আমাদের দেশ কে কেনো তুলনা করেন । তাদের দেশ কোথায় আর আমাদের দেশ কোথায় ? আমাদের দেশের রাজস্ব কো...