মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

সেরা এটি কবিতা মেয়ে দের জন্য ।

এই যে ম্যাডাম, ওড়না কোথায়??
, , , , , , , বুকটা কেনো খালি??
ইভটিজিং এর শিস মারিলে
, , , , , , , তখন তো দেন গালি।
.
চুপ বেয়াদব, বলিস কি সব??
, , , , , , , ঘরে মা বোন নেই??
ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছিস,
, , , , , , , , দেখলি মেয়ে যেই।
.
মেয়ে জাতি, মায়ের জাতি
, , , , , , , মান্য করতে শিখ
নইলে পরে গায়ের উপর,
, , , , , , পড়বে লাথির হিড়িক।
.
মায়ের জাতি তাই বলে কি,
, , , , , , , এই না চলা ফেরা???
স্কীন টাইট জামা-কাপড়
, , , , , , , নানান জায়গায় ছেড়া।
.
ওড়না পরব গলায় নাকি
, , , , , , , বাঁধব গলায় ফিতা
তোদের থেকে ঢের বুঝি ভালো
, , , , , , , এটা নারীর স্বাধীনতা।
.
বেশ তো বোঝেন স্বাধীনতা আর
, , , , , , , , শালীনতা ছাড়া
চামড়া দেখানো কাপড় গায়ে,
, , , , , , , দিয়ে যান আপনারা।
.
নেই হিজাব, নেই পর্দা,
, , , , , , , অশ্লীলতার জুড়ি
রাস্তায় নেমে ছেলেদের মনে
, , , , , , , দিয়ে জান সুড়সুড়ি।
.
এসব দেখে অবাধ ছেলেরা,
, , , , , , , যেই লেগে যায় পিছে
তখন কেন ক্ষ্যাপেন মেডাম??
, , , , , , শুধুই মিছে মিছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলাদেশ টু ভারত

আমাদের দেশের মন্ত্রিগণ কথায় কথায় ভারতের সাথে আমাদের দেশ কে কেনো তুলনা করেন । তাদের দেশ কোথায় আর আমাদের দেশ কোথায় ? আমাদের দেশের রাজস্ব কো...