মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

বন্ধু মানে কি?????????

বন্ধু এমন একটি বস্তুর নাম যা টাকা দিয়ে কেনা জাই না যা নিজে থেকে অজন করে নিতে হয় ৷ যার সাথে ব্যবহারের কোন মারজোনা নাই ৷ যে শাসন করতে পারে যত্ন করতে পারে, আপনার সব বিষয় সে বুঝে আপনার চাওয়া পাওয়া ৷ যে সব সময় আপনার কল্যান কামনা করে ৷ পৃথিবীর সকল সাফল মানুষের পেছনে এক জন নিশ্বাথ বন্ধুর হাত আছে ৷ জীবনে চলার পথে অনেক মানুষি আমাদেক বন্ধু হয় কিন্তু প্রকৃত্য বন্ধু সেই যে চোখের আড়াল হলেও একি ভাবে খোজ খবর নেয় যেমন টি সামনে থাকলে নিতো ৷ এক জন ভালো বন্ধুই আপনার জীবন টি সুন্দর ও সাফল্যতা এনে দিতে পারে ৷ বন্ধু এমন একটি বস্তু যে ভুল করলে তাকে থাপ্পড় মারা যাই আবার দুই মিনিট পরে সেই গালি টেনে দিয়ে তাকে হাসানো জাই ৷ আর বলা যাই তুই শালা আর মানুষ হবি না ৷ মন খারাপে যাকে হাসানোর জন্য থাকে অনেক চেষ্টা ৷ যাকে বলা যাই অনেক শান্তনা বাণী _একটা গেছে তো কি হয়েছে আরো কত আসবে , অসলে ও তোর যগ্যই ছিলো না ৷ কয়টা লাগবে আমাকে বল???!!!!যাকে বলা যাই: তুই ওই মেয়ে কে পছন্দ করিশ তাই তো এটা আবার এমন কি কথা চল শালা এখনি বলবি, না হলে তোর খবর আছে ৷ যে সম্পকে tnx/sorry বললে মাইর খেতে হয় ৷
[বি:দ্র: কিছু দিন পর বিদায় অনুষ্ঠান কি বলে বিদায় নেবো বুঝতে পারছি না তবে তোদের অনেক অনেক অনেক বেশি মিস করবো ৷ তোরাই আমার চেনালি এই অচিন শহর ৷ তোদের সাথেই প্রথম হাটা এই শহরের বুকে]
::::লেখার অভ্যাস নেই ,ভুল গেলে মাফ করে দিয়েন ৷
শালা তোদের বলিনি ৷ অতো ভাব নিশ না ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলাদেশ টু ভারত

আমাদের দেশের মন্ত্রিগণ কথায় কথায় ভারতের সাথে আমাদের দেশ কে কেনো তুলনা করেন । তাদের দেশ কোথায় আর আমাদের দেশ কোথায় ? আমাদের দেশের রাজস্ব কো...