মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের মাদামবিবির হাটের বাসায় স্বামীকে খুনের একদিন পর বুধবার রাতে খোদেজা বেগম (৩০) নামের ওই নারী থানায় হাজির হন।
খোদেজার স্বামী মো. জাহাঙ্গীরের (৪৫) লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সীতাকুণ্ড থানার এসআই রেহানা আক্তার জানিয়েছেন।
ফেনী জেলার দাগনভুঁইয়ার দক্ষিণ ভবানিপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর ছিলেন ট্রাক-লরির চালক। স্ত্রীকে নিয়ে থাকতেন মাদামবিরি হাট এলাকায় ভাড়া বাসায়। সেখানেই খুন তিনি।
এসআই রেহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে খোদেজা থানায় এসে বলেন- ‘আমি আমার স্বামীকে খুন করেছি, আমাকে গ্রেপ্তার করুন’।
“মঙ্গলবার রাতে শিল-পাটা দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে খুন করার কথা জানান খোদেজা। বুধবার রাতে স্বামীর লাশ ঘরে তালা দিয়ে রেখে থানায় আসেন।”
খোদেজার বরাত দিয়ে এসআই রেহানা বলেন, “খোদেজার দাবি জাহাঙ্গীর নেশাগ্রস্ত ছিলেন। নিয়মিত বাসায় ফিরে খোদেজাকে মারধর করতেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি স্বামীকে খুন করেছেন।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন