প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা
ফরিদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-10-06 16:20:14.0 BdST Updated: 2016-10-06 16:22:42.0 BdST
প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে এবার ফরিদপুরের ভাঙ্গায় এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে দুই ছাত্রকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ভাঙ্গায় সরকারি কে এম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান।
দণ্ডিতরা হলেন ওই কলেজের দ্বাদশ শ্রেণির ও একাদশ শ্রেণির ছাত্র।
কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি বলেন, বৃহস্পতিবার ক্যাম্পাসের ভেতরে মানবিক বিভাগের একাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় তার এক সহপাঠী। মেয়েটি তা প্রত্যাখ্যান করলে তার আরেক বন্ধুকে নিয়ে মেয়েটির ওপর ছুরি নিয়ে হামলা চালায়।
“মেয়েটি দৌড়ে পালানোর সময় কলেজের অন্য শিক্ষার্থীরা এবং শিক্ষকরা গিয়ে ওই দুই ছাত্রকে আটক ও মেয়েটিকে উদ্ধার করে।”
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রের কাছে থেকে একটি অত্যাধুনিক ছুরি ও মোবাইল ফোন জব্দ করেছে।
“পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকেই এক বছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় দুইজনকেই কলেজ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন